Wednesday, November 7, 2012

দুর্গাপুরে ৩দিনের বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোণার জেলার দুর্গাপুরে গত ৩দিনের টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক তি হয়েছেউপজেলার বিভিন্ন ইউনিয়ন এর মধ্যে দুর্গাপুর সদর ইউনিয়ন, চন্ডিগড়, গাওকান্দিয়া, কুল্লাগড়ায় কড়লা মুলা, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, আলু, ও সরিষা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে
দুর্গাপুর সদর ইউনিয়নের কৃষক সুলতান মিয়া জানান, এ বছর দুর্গাপুর উপজেলায় যে পরিমান রবি শস্য রোপন করা হয়েছিল তা যদি সঠিক ভাবে উঠাতে পারতাম তাহলে
আমাদের এলাকায় রবি শস্য ফলনে নতুন রেকর্ড সৃষ্টি হতো, কিন্তু টানা ৩ দিনের বৃষ্টিতে আমাদের আশা ভরশা সব শেষ হয়ে গেছেদুএকদিনের মধ্যে যদি বৃষ্টি না কমে তাহলে দুর্গাপুর উপজেলায় রবি শস্যের মুখ দেখা যাবে না
বীজ ব্যাবসায়ি সুমল রায় বলেন, এবার আমরা দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়নে যে পরিমান রবি শস্যের বীজ বিক্রয় করেছি যদি তার অর্ধেক ফলনও ঘরে উঠানো যেত তাহলে এলাকার কৃষক বেশ লাভবান হতো  

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা ৫ : ৪১ মিনিট, ০৭ নভেম্বর, ২০১২